নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আরো ১৮ জন শনাক্ত হয়েছে ও রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে ৩ জন। এ নিয়ে বিভাগে মোট ২৪ হাজার ৬৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ৩৭৬ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩৮৬ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৩ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭২ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন বেশি করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৬৯৩ জনে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। শনাক্তের মধ্যে ২২ হাজার ৫৫৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৮ জন, নওগাঁ ১৫৫৮ জন, নাটোর ১২০৮ জন, জয়পুরহাট ১৩২৬ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৬৫৮ জন, সিরাজগঞ্জ ২৬৩৫ জন ও পাবনা জেলায় ১৬২৮ জন। মৃত্যু হওয়া ৩৭৬ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৩ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৬৬৭ জন।
এস/আর