রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন দলীয় টেন্ট থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় টেন্টে কেক কাটেন ক্যাম্পাস ছাত্রলীগরা।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘করোনা মহামারিতে পুরো বিশ্ব যখন অচল, দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারেনি ঠিক তখনি বাংলাদেশ ছাত্রলীগ জনসেবামূলক নানা কর্মসূচি পালন করেছে। জনগণের পাশে থেকেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য রাবি শাখা ছাত্রলীগ কাজ করে যাবে। জননেত্রীর বিশ্বস্ত সদস্য হয়ে আমরা এগিয়ে যাবো।’
সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এস/আর