নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছেছে । আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসাতুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকার মাইনুল ইসলামের ছেলে। বেলা ১১ টার দিকে মদ্যপানে অসুস্থ হয়ে রামেক হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তার মৃত্যু
হয়। এ পর্যন্ত মদ্যপানে মৃতরা হলেন, কাদিরগঞ্জ দড়িখরবনা এলাকার মৃত সেলিমের ছেলে মোহাম্মদ মুন আহম্মেদ (১৮), হেতেমখাঁ এলাকার মৃতঃ লুৎফুর রহমানের ছেলে তুহিন(২৬), হোসনিগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাগমারার শান্তাপাড়া রফিকুল ইসলাম সজল (২৫), নগরীর বাকীর মোড় এলাকার উওমের ছেলে সাগর (২৫)।
এস/আর