1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নারায়ণগঞ্জে পুলিশের সোর্সের চোখ তুলে নিলো মাদক ব্যবসায়ীরা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের সোর্সের চোখ তুলে নিলো মাদক ব্যবসায়ীরা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেয়ায় মাসুদ পারভেজ (৩০) নামে পুলিশের এক সোর্সের চোখ তুলে নিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। এ সময় মাদক ব্যবসায়ীরা হুমকি দিয়ে পারভেজকে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে চক্ষু হাসপাতালে ভর্তি করে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চালায়।

ঘটনার শিকার মাসুদ পারভেজ কদমতলী থানার মোহাম্মদবাগ ৭ তলা এলাকার আসাদের বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুতুবপুরের শরীফবাগ, রসুলপুরসহ তার আশপাশের এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ওই অঞ্চলে ডিবি ও থানা পুলিশের একাধিক সোর্স করে। মাসুদ পারভেজও একই কাজ করে আসছিল। সম্প্রতি রসুলপুর আকনপট্টি এলাকার সজল নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে।

এছাড়া রহমান বাহিনীর সদস্যদের পুলিশ নানাভাবে হয়রানি করে। এতে কুতুবপুর, কদমতলীর মাদক ব্যবসায়ীরা মাসুদ পারভেজের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার রাতে রসুলপুর আকনপট্টি গলিতে পারভেজকে দেখে কমদতলীর এনামুল, আকবর, লিখন, রহমানসহ ৭-৮ জন আটক করে মারধর করে। এক পর্যায়ে পারভেজ দৌড়ে শরীফবাগ এলাকায় গিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে গিয়ে মাদক ব্যবসায়ীরা ধারালো ছোরা দিয়ে পারভেজের ডান চোখ তুলে নেয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ সুমন জানান, পারভেজ মূলত পুলিশের সোর্সের কাজ করলেও স্থায়ী ভাবে করে না। পারভেজের সঙ্গে কদমতলী ও কুতুবপুর এলাকার লোকদের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। সেই কারণেই তার উপর এ হামলা। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST