সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি ও আধুনিক সিল্ক মিলসের স্বত্তাধিকারী লিয়াকত আলী। সমিতির নেতৃবৃন্দ রাজশাহী ব্যবসা বাণিজ্য প্রসারে বিসিক শিল্প নগরীর সার্ভিস চার্জ কামানো, এলাকার রাস্তা ও রাস্তার উন্নয়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মডার্ন ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্তাধিকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সমিতির প্রকাশনা সম্পাদক রাজশাহী টেক্সটাইল কমপ্লেক্সের স্বত্তাধিকারী সৈয়দ আহমেদ জাকি। সমিতির সহ-সভাপতি সপুরা সিল্ক মিলস লিমিটেডের স্বত্তাধিকারী সাজ্জাদ আলী, সহ-সভাপতি আমেনা সিল্ক স্বত্তাধিকারী আমিনুল ইসলাম বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর