নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালি পৌরসভা নির্বাচন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক আদেশে এ বিধি নিষেধ আরো করেন। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ২৮ তারিখ রাজশাহীর কাটাখালি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ
অনুষ্ঠিত হবে। ৯টি কেন্দ্রে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বচনী আচরণ বিধিমাল-২০১৫ অনুযায়ী নির্বাচনের দিন ও নির্বাচনের পরের ৩ দিন মোট ৪দিন ২৮- থেকে ৩১ তারিখ পর্যন্ত সকল প্রকার বৈধ অস্ত্র, প্রদর্শন ও বহন নিষিদ্ধ করা হয়েছে। একই দিন অপর এক আদেশে, শান্তি শৃঙ্খলা ঠিক রাখায় ২৭ তারিখ মধ্যরাত ১২টা থেকে ২৮ তারিখ মধ্যরাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় বিশেষ কয়েকটি যানবাহন বেবী
ট্যাক্সি, অটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, প্রাইভেট কার, পিকাপ, টেম্পো, ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ২৬ তারিখ মধ্যরাত ১২টা থেকে ২৯ তারিখ সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ডাক ও টেলিযোগাযোগ, বিদ্যু ও গ্যাস কাজে ব্যহারের গাড়ী এর আওতামুক্ত থাকবে।
এস/আর