1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রুয়েটের উন্নয়ন প্রকল্পে আরো ২৫৯ কোটি টাকা পাশ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

রুয়েটের উন্নয়ন প্রকল্পে আরো ২৫৯ কোটি টাকা পাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
রুয়েট
রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উন্নয়ন প্রকল্পে ২৫৯ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে৷ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ‘রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্প’ নামের এই উন্নয়ন প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে এ প্রকল্পের বরাদ্দ ছিল ৩৪০ কোটি ১৩ লাখ টাকা। এখন তা বেড়ে ৫৯৯ কোটি ৩০ লাখ টাকা হয়েছে।
রুয়েটের প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত রায় চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্প’র আওতায় একটি প্রশাসন ভবন, একটি স্টাফ কোয়ার্টার এবং একটি শিক্ষক কোয়ার্টারের জন্য ১০ তলা বিশিষ্ট ভবন, দু’টি ছাত্র ও দু’টি ছাত্রী হল, চারটি একাডেমিক ভবনসহ মোট ১৪টি ভবন নির্মাণ করা হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বর্ধিতকরণ, তিন তলাবিশিষ্ট চিকিৎসাকেন্দ্র এবং উপাচার্য ভবন নির্মাণও এ প্রকল্পের আওতায় রয়েছে।
এ বিষয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, গুণগত ও কারিগরী মানসম্মত শিক্ষা-ব্যবস্থা নিশ্চিত করে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রধানমন্ত্রীর এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারিক ও গবেষণামূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ১০০ বছরের মাস্টার প্ল্যানে অত্যাধুনিক উপকরণ স্থাপন করা হবে।
এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST