1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

‘বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ-ভারত রক্তের সম্পর্ক এটা বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্ক  আজীবন  অটুট  থাকবে। বললেন ভারতীয় হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সিতাকুণ্ডে জীবন উৎসর্গকারী অর্ধশতাধিক ভারতীয় সেনার স্মরণে চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ ভাস্কর্যটি উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভাস্কর্যটির উদ্বোধন করেন।  এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মোশাররফ হোসেন, সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম।

‘মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্যটি’ নির্মিত হয়েছে চন্দ্রনাথ ধাম তীর্থের কাছেই।  জানা গেছে,  ১৯৭১ সালের ১২ ডিসেম্বর মুক্তি বাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা উপজেলার ছোট দারোগাহাট থেকে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সম্মুখযুদ্ধ শুরু করেন। যুদ্ধ করতে করতে সীতাকুণ্ডের কুমিরায় পৌঁছান ১৬ ডিসেম্বর। আর পিছু হটে পাকিস্তানি বাহিনী। এমন সময়ে পাকিস্তানি বাহিনীর হামলায় অর্ধশতাধিক ভারতীয় সেনা ও বহু মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের  উদ্দেশেই ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST