দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর আনুমানিক বয়স (৪৫) বছর।
জানা গেছে, আজ সোমবার রাতে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে। ওই নারীর নাম ও পরিচয় পাওয়া যায়নি। দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এস/আর