আজহারুল ইসলাম বুলবুলঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পাল্লা দিয়ে চলছে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব। উপজেলার বিভিন্ন স্থানে ভেকু মেশিন দিয়ে ফসলের মাঠে চলছে কৃষি জমির মহামারি ধ্বংস লীলা। স্থানীয় প্রশাসনের নীরব ভুমিকা,তাদের অসনি সংকেতকে ভাবিয়ে তুলেছে কৃষকদের। অভিযোগ উঠেছে সরকারের ভুমি আইন উপেক্ষা করে রাজনৈতিক দলের সুবিধাভোগি ব্যাক্তিদের ছত্রছায়ায় ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নির্বিঘ্নে ৩ ফসলি কৃষি জমিগুলো পুকুরে পরিণত করা হচ্ছে। ফসলি জমিতে এভাবে পুকুর খননের সংখ্যা বাড়তে থাকলে হুমকির মুখে পড়বে কৃষি সম্ভাবনা। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না
বলে অনেকের অভিযোগ। দুর্গাপুর উপজেলা জুড়ে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করতে গণমাধ্যম কর্মীরা খবর প্রকাশিতসহ ভুমি নায়েব থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও (ইউএনও) পর্যন্ত অভিযোগ করেও যেন থামছেনা অবৈধ পুকুর খননের কাজ। এ সুযোগকে কাজে লাগিয়ে পুকুর খননকারী চক্র ও ভেকুমেশিন দালালরা আরো ব্যাপরোয়া হয়ে উঠেছে। এ চক্রের বিরুদ্ধে নেই কোন ব্যাবস্থা গ্রহন। তবে পুকুর খনন বন্ধে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার অণিহা কে হতাশ করেছে প্রান্তিক কৃষকদের। অনুসন্ধানে জানা যায়, চলতি মাসের শুরুতে উপজেলার আলীপুরে মরা বিলে প্রভাবশালী মাসুদ রানার অবৈধ পুকুর খননের
মধ্যদিয়ে যাত্রা শুরু হয়। এর পর থেকে একের পর এক শুরু হয় ফসলি জমিতে খননের নামে ধ্বংসলীলা। এর মধ্যে, পৌরসভার রৈপাড়া ,বরিদ বাশাইল বিলে মাড়িয়া ইউনিয়নের মাড়িয়া, চৌবাড়িয়া বিলে , ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া ও চৌপুকুরিয়া বিলে, জয়নগর ইউপির কানপাড়া গগনবাড়িয়া বিলে দেলুয়াবাড়ি ইউনিয়নের তরিপতপুর ও জাগিরপাড়া, বিলে, নওপাড়া ইউনিয়নের নামুদরখালি ও আংরার বিলে, কিশমত গনকৌড় ইউনিয়নের, আড়ইল বিলে, কয়ামজামপুর, তেবিলা, ভবানিপুর বিলসহ অন্যান্য ইউনিয়নের বেশকিছু গ্রামে আবাদি জমি নষ্ট করে পুকুর খনন করা হচ্ছে। খননের প্রক্রিয়ায় আছে আরো প্রায় শতাধিক ফসলি জায়গা। এব্যাপারে, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন,
অবৈধভাবে পুকুর খনন , জমির শ্রেনী পরিবর্তন করে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তবে দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন বন্ধে অনিহার কারন জানতে চাইলে তিনি অসুস্থতার কারন দেখান। তিনি বলেন, থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে। জানতে চাইলে মুঠোফোনে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, অবৈধভাবে পুকুরখনন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । এব্যাপারে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে ।
এম/আর