নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ৪৩৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মঞ্জুর (২২) ও তুষার (২০)। শনিবার বিকেলে চারঘাট উপজেলার মুক্তারপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চারঘাটের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তুষার ও মঞ্জুরকে ৪৩৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
এস/আর