নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। চালক এখনো জীবিত থাকলেও তার অটোরিক্সাটি পুরোপুরি ভেঙ্গে গেছে।
এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া মোড়ে একটি অটোরিক্সা দাঁড়িয়ে ছিল। এ সময় তানোর থেকে নগরীর রেলগেটের উদ্দেশ্যে একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় ও চালক গুরুতর আহত হয়। পরে আহতকে উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাসটি জব্দ করা হয় ও অটোরিক্সাটিও থানায় নিয়ে যাওয়া হয়। চালক ও হেলপার পলাতক রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর