তানোর প্রতিনিধি :রাজশাহির তানোরে আজ সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে জিয়ারের ক্যাশ ও ডিও বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী তানোর- গোদাগাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ (ওসি)রাকিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু বক্কর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সদ্দার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ১১৪ টি গির্জায় ২২হাজার ৩শ ৮৩ টাকা করে জিয়ারের টাকা দেওয়া হয়।
এসার
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।