নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর তারা সকাল ৮টায় বধ্যভূমির গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
উভয় সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাবি সাংবাদিক সামিতি, রাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক বনাম অফিসারের মধ্যকার একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সমিতি অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ড, রাবি অফিসার সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনলাইন সভা, শহীদ স্মৃতি সংগ্রহশালা, প্রকৌশল অনুষদ এবং আইসিটি সেন্টারের ব্যবস্থাপনায় সকাল ১০:৪৫ মিনিটে অনলাইন কুইজ প্রতিযোগিতা।
এছাড়াও সন্ধ্যা সাড়ে ছয়টায় অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ও বরেন্দ্র গবেষণা জাদুঘর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রাখা হয়।