রাবি প্রতিনিধি:
বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালকে ৫২-আসনবিশিষ্ট দুটি বাস উপহার দিয়েছে ভারত। রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে বাসের চাবি হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ঊনসত্তরের গণঅভুত্থানে শহীদ রাবি শিক্ষক ড. জোহার আত্মদান ইতিহাসে অবিস্মরণীয়। ভারত মৈত্রী বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানকে চির অ¤øান হয়ে থাকবে।
এসময় উপাচার্য বলেন, এই উপহার রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জনগণের প্রতি ভারতের জনগণের গভীর মমত্ববোধের প্রকাশ।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস/আর