নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ১১৫ গ্রাম হেরোইনসহ মজিবর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাতের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার প্রেমতলি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মজিবরকে ১১৫ গ্রাম হেরোইনসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর