সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার লক্ষ্যে রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে ১৪ দল, রাজশাহীর সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, ১৪ দল, রাজশাহীর সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপদেষ্টামন্ডলির সদস্য ও কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল
আমিন প্রামানিক, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাতীয় পার্টির, কেন্দ্রীয় নেতা সাইদুল ইসলাম স্বপন, বাংলাদেশ জাসদ, রাজশাহী মহানগরের সভাপতি নুরুল ইসলাম হিটলার, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জাসদের আমিরুল কবির বাবু, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী রক্ষা সংগ্রামের সভাপতি লিয়াকত আলী, পরিবহন বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আবুল কালাম আজাদ, সেক্টর কমান্ডারস ফোরামের মনিরুজ্জামান উজ্জ্বল, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহীর আব্দুল লতিফ চঞ্চল, সমিল্লিত সাংস্কৃতিক জোটের দিলীপ কুমার ঘোষ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহ্ আলম বাদশা, রাজশাহী ফিল্ম সোসাইটির আহসান কবির লিটন, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নিতাই কুমার সরকার, জামিল আকতার স্মৃতি সংসদের আব্দুল মতিন, জাতীয় শ্রমিক লীগের আব্দুল সোহেল।
উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, দপ্তর সম্পাদক পংকজ দে, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ্ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য এ.কে.এম জুয়েল জামান, বাংলাদেশ জাসদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাসদ, রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালে ২১ ফেব্রয়ারি ভাষা আন্দোলনে
শহীদদের স্মরণে রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজশাহীর গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। কিন্তু দীর্ঘদিনেও রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক। তবে এবার রাজশাহীর কেন্দ্রস্থল সোনাদিঘি সংলগ্ন সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে এবং প্রতীকি শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্র্পণ করা হবে।
সভায় বক্তারা রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের দাবীটি পূরণের লক্ষ্যে মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা যে পদক্ষেপ নিয়েছেন এর মধ্যে দিয়ে মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আরেকটি ঐতিহাসিক ক্ষণ হিসেবে ইতিহাস তার স্বাক্ষী দিবে। সংগঠনসমূহের নেতারা স্ব স্ব ব্যানারে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে র্যালী সহ প্রতিকী শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের বিষয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।
এস/আর