বিতর্ক পিছু ছাড়ছে না কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিয়ে ফের ট্রলের শিকার হয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি খোলা পিঠের ছবি পোস্ট দেন নুসরাত। তাতে ক্যাপশন লেখেন- ‘আমাকে নিয়ে স্ট্যাডি করোনা, গ্র্যাজুয়েট হতে পারবে না।’
সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠে। নুসরাতকে লক্ষ্য করে ধেয়ে আসে নানা নেতিবাচক মন্তব্য। নুসরাতকে উদ্দেশ্য করে এক ফলোয়ার লেখেন, কাজ একটু করুন। এমপি হয়ে কী করলেন? সংসদ সদস্যের বেতন নিচ্ছেন মাসে ২.৫ লাখ। জনগণের টাকা সব তো মডেলিং করেই উড়াচ্ছেন। পাঁচ বছর এভাবে মানুষের সর্বনাশ করবেন! আরেকজনের আফসোস, ধন্য পশ্চিমবঙ্গবাসী। এ রকম ট্যালেন্টেড এমপি পেয়েছে! আরেক ব্যক্তির ভাষ্য, ঠিক আছে। কোনো সমস্যা নেই। আমি তো কেবল উচ্চমাধ্যমিক পাস! তবে উষ্ণতা ছড়ানো নুসরাতের ছবিটির অনেকেই প্রশংসা করেছেন।
জেএন