নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ৪১ বোতল ফেন্সিডিলসহ ইমন আলী (২১) নামের একব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি চারঘাট উপজেলার রাওথা দাড়িপাড়া গ্রামের ভদুর ছেলে। সোমবার রাতে চারঘাটের কামারমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট থানাধীন কামারমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিডিলসহ ইমন আলীকে আটক করে।
এস/আর