নিজস্ব প্রতিবেদক : প্রেমের টানে বগুড়া জেলার দুপচাচিয়া থেকে নওগাঁর মান্দায় এসে বকুল হোসেন (৩২) নামে এক যুবকের আশ্রয় হয়েছে শ্রীঘরে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বকুল হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোবাইলফোনের সুত্র ধরে ওই গ্রামের এক নারীর সঙ্গে বকুল হোসেনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সেই সুত্র ধরে বকুল হোসেন সোমবার রাতে ওই নারীর বাড়িতে আসেন। এসময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না। তারা দুজনে
একই ঘরে রাতযাপনের সময় প্রতিবেশিরা টের পেয়ে আপত্তিরকর অবস্থায় আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে আটক বকুলের বিরুদ্ধে মান্দা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে মঙ্গলবার জেলহাজতে পাঠানোসহ নওগাঁ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এস/আর