1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সুজন’র গোলটেবিল: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

সুজন’র গোলটেবিল: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলোতে বিরাজনীতিকরণের আলামত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করছেন, মানুষ ভোটকেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নেয়ায় গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। নির্বাচন, গণতন্ত্র এখন কাল্পনিক মনে হয়। এতে করে উগ্রবাদীদের উত্থান ঘটতে পারে বলে আশংকা করছেন তারা। এ পরিস্থিতি থেকে উত্তরণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নাগরিকদের ভোটকেন্দ্রমুখী করার পরামর্শ দিয়েছেন তারা। রোববার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা থাকার পরও তারা কার্যকর হচ্ছে না। কারণ, তারা ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। নির্বাচন কমিশন বিবেক হারিয়ে ফেলেছে।

সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় বৈঠকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহদীন মালিক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ,  রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ, সাংবাদিক শহীদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST