নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে আর বিভাগে ১ দিনে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের এবং রাজশাহী জেলায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৯ জন। গতদিনের তুলনায় বিভাগের ৮টি জেলায় কম করোনা শনাক্ত হয়েছে। এদিন ৩৯ জনের করোনা শনাক্ত হয়। বিভাগের মতো রাজশাহী জেলাতেও করোনা শনাক্তের গতদিনের তুলনায় কমেছে। আর জেলায় মারা গেছে ৫১ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪০৬২ জন, বাঘা উপজেলায় ১৭৫ জন, চারঘাট উপজেলায় ১৭৪ জন, পুঠিয়া উপজেলায় ১৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩১৫ জন ও গোদাগাড়ীতে ১৪৩ জন। জেলার ৯টি উপজেলায় ১৪১৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের ও মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৩৯ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৪১৯ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৬৫০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৪৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৬ জন, নওগাঁ ১৪০০ জন, নাটোর ১১২৩ জন, জয়পুরহাট ১১৯৯ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৭২৩ জন, সিরাজগঞ্জ ২৩৬২ জন ও পাবনা জেলায় ১৩২৯ জন। মৃত্যু হওয়া ৩৩৯ জনের মধ্যে রাজশাহী ৫১ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০৭ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ৩৮৮ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।