1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে দিনভর দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

রাজশাহীতে দিনভর দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় আজ শুক্রবার দিনভর দেখা মেলেনি সূর্যের। ভোর থেকেই রাজশাহীর আকাশ মেঘলা ছিল। আকাশে সূর্য না উঠায় এদিন অন্যদিনের তুলনায় শীত বেশি ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর আকাশে মেঘ ছিল। গত কয়েকদিন ধরেই শীত অনুভূত হলেও শুক্রবার অন্যদিনের তুলনায় আবহাওয়া বেশি ঠাণ্ডা ছিল। এ জন্য ছুটির দিনেও প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া মানুষকে শীতের পোশাক পরেই বাইরে বের হতে দেখা গেছে। যদিও আবহাওয়া অফিসের দাবি, আকাশ থেকে মেঘ কেটে গেলে তাপমাত্রা আরো কমে বেশি ঠাণ্ডা অনুভূত হবে। আস্তে তাপমাত্রার পরিমাণ আরো কমে যাবে। ডিসেম্বরের শুরুতে শীতের পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তারের শুরুর দিক থেকে রাজশাহী মহানগর

ও আশেপাশের উপজেলায় আবহাওয়া শীতল হতে শুরু করে। দু’একদিনের ব্যবধানে এর পরিমাণ আরো কমে যায়। এখন বিকেল থেকেই ঠাণ্ডা পড়ছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলে ঠাÐার পরিমাণ বেড়ে যাচ্ছে। শুধু তাই নয় একটু রাত হলেই পড়ছে কুয়াশা। যা থাকছে প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। শীত পড়তে শুরু করায় গত সপ্তাহ থেকে শীত থেকে বাঁচতে গরম কাপড় কেনা শুরু হয়েছে। বিশেষ করে রাজশাহী মহানগরীর ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড় থাকছে চোখে পড়ার মতো। সাধ্য ও সাধ্যের মধ্যে ক্রেতারা পছন্দের গরম কাপড় কিনছেন। তবে বাচ্চাদের গরম কাপড় বিক্রি হচ্ছে গত একমাস ধরেই। ফুটপাত ছাড়াও নগরের মার্কেটগুলোতেও শীতের পোশাক বেচাকেনা শুরু হয়েছে। সাপ্তাহিক

ছুটির দিন শুক্রবারে বরাবরই বাইরে লোকজন কম থাকে। এদিন ঠাণ্ডা হওয়ায় আরো কম লোকজন রাস্তাঘাটে ছিল। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল শুক্রবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিমম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আরো জানায়, এখন প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ কমতে থাকবে। আকাশে মেঘ আছে। মেঘ কেটে গেলে তাপমাত্রার পরিমাণ আরো কমবে। শুক্রবার বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর আকাশে সূর্যের দেখা মেলেনি।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team