1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আরএমপির শাহমখদুম থানার এএসআই এর কাণ্ড! - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

আরএমপির শাহমখদুম থানার এএসআই এর কাণ্ড!

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই ওহেদ মুরাদের বিরুদ্ধে ইউনিফর্ম ছাড়া এবং বিধি বহির্ভূতভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে  তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। ইউনিফর্ম না পরেই এবং থানার অফিসার ইনচার্জ কে না জানিয়ে বা অনুমতি না নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে

থাকা প্রাইভেট কারের তল্লাশি চালানোর কারণে তার বিরুদ্ধেই পুলিশ কমিশনারের কাছে লিখিত দিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, এটি ওএসআই অহেদ মুরাদের বিধিবহির্ভূত কাজ। কারণ ইউনিফর্ম ছাড়া তিনি এভাবে একটি প্রাইভেটকারে তল্লাশি চালাতে পারেন না। এছাড়া তিনি তখন সে এলাকায় ডিউটিতে ছিলেন না তাই তার বিরুদ্ধে লিখিত দেয়া হয়েছে।

ভুক্তভোগী মাসুদ আলী পুলক খবর ২৪ ঘণ্টাকে অভিযোগ করে জানান, আজ বুধবার আজ বুধবার বিকেলে তিনি ও আরো ৪ জন জাহিদ, আঃ রাজ্জাক, মোজাম্মেল হক বাবু ও এক চিকিৎসক রাজশাহী সিটি হাটে যাওয়ার পথে রাস্তার ধারে প্রাইভেট কারের মধ্যে বসে ছিলেন। এসময় ওই রাস্তা দিয়ে সিভিল পোশাকে যাওয়া এ এস আই ওহেদ মুরাদ অপর একজন তাদের কাদের কাছে গিয়ে বলেন, আপনারা রাস্তার ধারে দাঁড়িয়ে কি করছেন আমরা আপনাদের গাড়ি তল্লাশি করব। তখন তারা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে নগরের শাহমখদুম থানার এএসআই দাবি করে।

তখন তার ইউনিফর্ম কোথায় জানতে চাইলে এড়িয়ে যান।  তার কথাবার্তা সন্তোষজনক মনে হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি শাহমখদুম থানার ওসি ও শাহমখদুম জোনের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেইসাথে টহলে থাকা এসআই জুয়েলকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দেন। ঘটনাস্থলেই ওসি ও ডিসি গিয়ে গাড়িতে থাকা তাদের এবং থানার এএসআই কে থানায় নিয়ে যান। পরে ডিসি ও ওসি তাদের বক্তব্য শুনে সেই এসআই ওয়াহিদ মুরাদ এর বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত দেওয়ার নির্দেশ দেন। পরে উপ-পুলিশ কমিশনারের নির্দেশে শাহ মখদুম থানার এসআই জুয়েল ঘটনার বিস্তারিত তুলে ধরে এএসআই মুরাদের বিরুদ্ধে  পুলিশ কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ পাঠান।

নগরের শাহমখদুম থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল বলেন,  ওই এএসআই ডিউটিতে না থেকে এবং ইউনিফর্ম ছাড়া তল্লাশির চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে আমি এবং ডিসি স্যার ঘটনাস্থলে যায় এবং টহল পার্টিকে ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষেরই বক্তব্য শোনা হয়েছে। যেহেতু ওই এএসআই ডিউটিতে ছিলেন না এবং ইউনিফর্ম পরিহিত ছিলেন না তারপরও তল্লাশির চেষ্টা করেন তাই তার বিরুদ্ধে পুলিশ কমিশনার স্যারের কাছে লিখিত দেওয়া হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team