খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ব্রিটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা মেগান মার্কেলের পরম বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া। সেই সূত্রেই হয়তো মেঘানের ব্রাইডমেড হতে চলেছেন বলিউডের অভিনেত্রী। এমনই খবর শোনা যাচ্ছে পেজ থ্রিতে। যদিও প্রিয়াঙ্কা বা মেগান এই নিয়ে স্পষ্ট কিছু জানাননি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় নাকি প্রিয়াঙ্কা সন্তর্পণে প্রশ্নটি এড়িয়ে গিয়েছে। তবে তার মধ্যেও নাকি একটি সম্ভাবনা জিইয়ে রেখেছেন বলিউডের অভিনেত্রী। কোয়ান্টিকোর শ্যুটিং করতে যাওয়ার পরেই হলিউড অভিনেত্রী মেগান মার্কেল। মেঘানের সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক নিয়ে রীতিমত উৎফুল্ল প্রিয়াঙ্কা জানিয়েছেন। মেগানের দৌলতে ব্রিটিশ রাজপরিবারে অনেক কিছু বদল আসবে। ইতিমধ্যেই হ্যারির সঙ্গে মেঘানের বাগদান হয়ে গিয়েছে। মে মাসের ১৯ তারিখে সেন্ট জর্জ চ্যাপেলে আনুষ্ঠানিক ভাবে রাজকীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই হাত এক হবে। সেদিনের অনুষ্ঠানে মেগানের পাশে দেখা যেতেই পারে প্রিয়াঙ্কাকে। এমনই জল্পনা ছড়িয়েছে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন