1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তানোরে এবার শ্রমিক সংকটে আলু চাষিরা  - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

তানোরে এবার শ্রমিক সংকটে আলু চাষিরা 

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
তানোর, প্রতিনিধি :রাজশাহীর তানোরে সার বীজ সংকটের পরে নতুন করে এবার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন আলু চাষীরা।সার ও বীজ কোনমতে সংগ্রহ করলেও শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার ৭ টি ইউনিয়ন দুটি পৌরসভায় আলু চাষীরা। তারা বলছেন, প্রতিবার সার ও আলু বীজ যে টাকা কিনতে পাওয়া গেছে, এবার তার ডবল টাকা দিয়ে কিনতে হয়েছে। তারপরে নতুন করে শ্রমিক সংকট দেখা দিয়েছে তাতে  বিঘা প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে আলু লাগাতে হচ্ছে।
এনিয়ে আলু চাষী মোজাম্মেল হক এ প্রতিবেদককে জানায়, এবার আমি ২০বিঘা জমিতে আলু চাষ করছি সারও বীজ কোনমতে সংগ্রহ করতে পারলেও শ্রমিক সংকটে জমিতে আলু লাগাতে করতে পারছিনা। প্রতিবছর বিঘা প্রতি ১৫০০থেকে ১৬০০ টাকায় আলু লাগাতে পারলে ও এবার শ্রমিক সংকটের কারণে বিঘাপ্রতি ২০০০থেকে ২২শো টাকা দিতে হচ্ছে শ্রমিককে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তানোর উপজেলায় এবার ৭ টি ইউনিয়ন দুটি পৌরসভায় আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৩শ ৫০হেক্টর। যা গতবারের চেয়ে বেশি।
বিষয়টি নিয়ে  কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, রোপা আমন মাড়াই শেষ না হতেই উপজেলার কৃষকরা তড়িঘড়ি করে আলু চাষ শুরু করেছেন, এতে করে শ্রমিক সংকট দেখা দিয়েছে। তবে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত আলু লাগানো যাবে তিনি জানান।
এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team