দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯—২০২০ অর্থ বছরের দুর্গাপুর উপজেলা ও পৌরসভা নির্বাচিত ভাতাভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এই হেলথ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন
মৃধা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী—৫ (দুর্গাপুর —পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহ’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু,পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন প্রমূখ।
এস/আর।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।