নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩৩ জন। আর জেলায় শেষ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে প্রায় তিন গুণ। গত দিন জেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর এদিন করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে বিভাগের ৮ জেলায় গতদিনের তুলনায় করোনা শনাক্ত অর্ধেক হয়েছে।
রাজশাহী জেলায় ১৭ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ জনের
করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪০২০ জন, বাঘা উপজেলায় ১৭৩ জন, চারঘাট উপজেলায় ১৭১ জন, পুঠিয়া উপজেলায় ১৪৩ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৯ জন ও গোদাগাড়ীতে ১৪২ জন। জেলার ৯টি উপজেলায় ১৪০১ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের ও মৃত্যু হয়েছে ২ জনের। বগুড়া জেলায় দু’জনেরই মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৩৩ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ১৬৪ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৪৪৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২২ হাজার ১৬৪জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৪২১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৪ জন, নওগাঁ ১৩৮৬ জন, নাটোর ১১১৫ জন, জয়পুরহাট ১১৮৭ জন, বগুড়া জেলায় ৮
হাজার ৬১৭ জন, সিরাজগঞ্জ ২৩৩৭ জন ও পাবনা জেলায় ১২৯৭ জন। মৃত্যু হওয়া ৩৩৩ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০২ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ১৩৪ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।