নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার মুরালিপুরে ট্রাকের ধাক্কায় রিক্সাচালকসহ দু’জন আহত হয়েছেন। আহত ব্যক্তি পবা উপজেলার হরিপুর এলাকার আবু বক্করের ছেলে গোলাম মওলা (৩৩)। পেশায় তিনি রিক্সাচালক। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গার দিক থেকে একটি ট্রাক গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি মুরালিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রিক্সাকে ধাক্কা দেয়। এতে ওই রিক্সাচালকসহ দু’জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে