1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে তিন নারীসহ রোগী ও লাশবাহী গাড়ীর ১৮ দালাল আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে তিন নারীসহ রোগী ও লাশবাহী গাড়ীর ১৮ দালাল আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ও এর আশেপাশের বেসরকারী ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের রোগী ধরা এবং রোগী ও লাশবাহী গাড়ীর ১৮ জন দালালকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরমধ্যে ৩ জন নারী ও ৩ জন লাশবাহী গাড়ীর দালাল রয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, রামেক হাসপাতালের ইনডোরে ও আউটডোরে চিকিৎসা নিতে আসা

রোগীদের কম টাকায় পরীক্ষা-নিরীক্ষা করানোর প্রলোভন দেখিয়ে নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে প্রতারণা করতো আটক দালালরা। এ ছাড়াও রোগী ও লাশবাহী গাড়ীর দালালরা মৃত রোগীর স্বজনদের জিম্মি করে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া আদায় করতো। আর ওষুধের জন্যও তারা নির্ধারিত ফার্মেসীতে নিয়ে গিয়ে বেশি টাকা আদায় করতো। এ সব তথ্য জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে তাদের

আটক করে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম জানান, বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ ও রামেক হাসপাতালের বহির্বিভাগে এবং আশেপাশের বেসরকারী ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে সামনে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়। এরমধ্যে ৩ জন নারী ও ৩ জন রোগী ও লাশবাহী গাড়ীর দালাল রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team