নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএসটিআই ও উপজেলা প্রশাসন পুঠিয়ার যৌথ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ এর আওতায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে গজ ও কাঠির ব্যবহার এবং ভরি বাটখারার ব্যবহারের ফলে মেসার্স জাকির হোসেন কে ১৫০০ টাকা, মেসার্স মাহবুব ক্লথ স্টোরকে ২ হাজার টাকা, মনোয়ারা জুয়েলার্সকে ৫০০ টাকা, অর্পিতা জুয়েলার্সকে ৫০০ টাকা, আল আমিন হোসেনকে ১০০০ হাজার টাকা, মেসার্স
আসমা জুয়েলার্স কে ৫০০ টাকা, মেসার্স লতা জুয়েলার্সকে ৫০০ টাকা, মেসার্স দীবা জুয়েলার্সকে ৫০০ টাকা এবং মেসার্স রানী জুয়েলার্সকে ৫০০ টাকা, জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ। সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর পরিদর্শক আবুল কায়েম, কামরুল পলাশ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।