নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালি থানার মাহেন্দ্রা বাইপাস রোডে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাস্ক বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। গতকাল সোমবার বেলা ১১টার দিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে কাটাখালি থানাধীন বিভিন্ন বাজার ও কাটাখালি থানাধীন মাহেন্দ্রা বাইপাস মোড়ে অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্পে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি ক্যাম্পের অভ্যন্তরে একটি ফলজ বৃক্ষরোপণ করেন। ক্যাম্প উদ্বোধনকালে তিনি এলাকায় মাদক নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের
সহযোগীতা কামনা করেন। এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেন। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধি পুলিশ ক্যাম্পটি স্থায়ী পুলিশ ক্যাম্প করার দাবির প্রেক্ষিতে পুলিশ কমিশনার অস্থায়ী পুলিশ ক্যাম্পটিকে স্থায়ী ক্যাম্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভূষন ব্যানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার) একরামুল হক, পিপিএম ও কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান প্রমুখ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।