দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ খুরশিদা বানু কনা থানা থেকে বিদায় হয়ে নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে দুর্গাপুর থানার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
দুর্গাপুর থানা প্রাংঙ্গনে শুক্রবার রাত ৮টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এসময় বক্তারা খুরশিদা বানু কনা থানায় যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উনার অবদানের কথা তুলে ধরে উনাকে ধন্যবাদ জানান, এবং আগামীতেও উনার কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশ এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ওসি বলেন, দুর্গাপুরের মানুষের সাথে অল্প ক’দিনে আত্মার সাথে সর্ম্পক হয়ে গেছে। কাজ করতে গিয়ে এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছেন, এ জন্য বিদায়বেলায় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা আমার জন্যে দোয়া করবেন, যেনো নতুন স্থানে গিয়ে সততার সাথে এলাকার জনগণকে আইনী সহযোগিতা করতে পারি। অনুষ্টানে থানার সকল স্টাফ, শিক্ষক, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।