খবর২৪ঘন্টা ডেস্ক: রাজধানীতে ৭ টি স্থানে ৯টি বাসে আগুন দেয়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
ঘটনার পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া, মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় মামলা দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা।
বাসে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় ৬৮ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ফজলুল বাড়ি, আলতাফ হোসেন, মোহাম্মদ নাঈম, আসিফ মাহমুদ, হুমায়ুন রশীদ, খন্দকার মাকসুদুর রহমানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। পলাতক রয়েছে ২৪ জন।
সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বংশাল থানায় ৩৬ জন বিরুদ্ধে একটি এবং শাহবাগ থানায় ৩৫ জন এবং মতিঝিল থানায় ৩০ জনের বিরুদ্ধে একটি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে উত্তরা ও ভাটারা থানাতেও প্রক্রিয়াধীন রয়েছে দুটি মামলা।
জে এন