নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। ১১ নভেম্বর থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য পরিচ্ছন্ন বিভাগ একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী বুধবার সকাল থেকে ফগার মেশিনের কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা হতে ও বিকাল ৪ হতে দুইবেলা ৩০টি ওয়ার্ডে মোট ১৪ দিন চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে। সপ্তাহের প্রতি বুধবার ০৯, ১১,
১২, ১৩, ২২নং ওয়ার্ড এলাকায়, বৃহস্পতিবার ০৬, ০৭, ০৮, ১০, ১৪নং ওয়ার্ড এলাকায়, শুক্রবার ১৫, ১৬, ১৭, ১৮, ১৯নং ওয়ার্ড এলাকায়, শনিবার ০১, ০২, ০৩, ০৪, ০৫নং ওয়ার্ড এলাকায়, রবিবার ২০, ২১, ২৩, ২৪, ২৭নং ওয়ার্ড এলাকায়, সোমবার ২৫, ২৬, ২৮, ২৯, ৩০নং ওয়ার্ড এলাকায় ফগার স্প্রে করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় পর্যায়ে ফগার স্প্রের কর্মপরিকল্পনায় মহানগরীর বিভিন্ন সরকারী, আধা-সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত করবে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।