নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১৫০ গ্রাম হেরোইনসহ জুয়েল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে। বুধবার রাতে তাকে কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা টু দামকুড়া রোড আখ সেন্টারের সামনের রাস্তা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানার পুলিশ পরির্দশক(তদন্ত মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা টু দামকুড়া রোড আখ সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী জুয়েলকে ১৫০ গ্রাম হেরোইন ও একটি করিমন (ভুটভুটি) সহ হাতে-নাতে আটক করে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।