নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার ৩ টি ফার্মেসিতে ফিসিসিয়ান স্যাম্পল হিসেবে ৩ টি দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার ঔষধ এর উপর ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ওষুধ নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয় । নগরীর লক্ষ্মীপুরের মেডিসিন সপে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা বিভাগ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক হাসান
মারুফ এর মাধ্যমে জরিমানা করে আইনগত ব্যবস্থা নেয়া হয়। ফিসিসিয়ান স্যাম্পল হিসেবে ৩ টি দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার ঔষধ এর উপর ৫৫০০০/জরিমানা করা হয় এবং এগূলো বিক্রয় নিষিদ্ধ করা হয়। এ সময় ডিসি ডিবি আবু আহাম্মদ আল মামুনসহ অন্যান্য পুলিশ সদস্যরা ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।