নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ৯ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৪০ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৮৬৬ জন, বাঘা উপজেলায় ১৭১ জন, চারঘাট উপজেলায় ১৬৬ জন, পুঠিয়া উপজেলায় ১৩৪ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১১৯ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৬ জন ও গোদাগাড়ীতে ১৩৬ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৭৪ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৩৩৮ জনের। শনাক্তের মধ্যে ২০ হাজার ২২ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৩৩৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫২৪০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৯৬ জন, নওগাঁ ১৩৫০ জন, নাটোর ১০৭৫ জন, জয়পুরহাট ১১৫৪ জন, বগুড়া জেলায় ৮ হাজার ২০৭ জন, সিরাজগঞ্জ ২২৭৪ জন ও পাবনা জেলায় ১২৪২ জন। মৃত্যু হওয়া ৩২১ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৪ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ২৪৩ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।