আমাদের তরুণ প্রজন্ম জানলো না নির্বাচন কাকে বলে। ভোটারের শক্তি আর মর্যাদা কতোটুকু এমনটাই লিখেছেন ড. আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক তার ফেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে লেখেন, অসীম উৎসাহ আর উত্তেজনা নিয়ে আমেরিকার নির্বাচন দেখছি। আহা: এমনভাবে। একসময় আমাদের নির্বাচনের দিনও হুমড়ি খেয়ে থাকতাম টিভির সামনে। সেসব একযুগ আগের কথা।
আমাদের তরুণ প্রজন্ম জানলো না নির্বাচন কাকে বলে, ভোটারের শক্তি আর মর্যাদা কতোটুকু। আমাদের অধিকার, আমাদের অংশগ্রহন, আমাদের নাগরিক সত্তাকে যারা হরণ করেছে ধিক্কার তাদের।
জে এন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।