পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার মোস্তফা নাফিস (৪) নামের
এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের পালোপাড়া গ্রামের গোলাম মোস্তফা
বাবুর একমাত্র ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ির
পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত শাহরিয়ার মোস্তফা নাফিস প্রতিদিনের ন্যয়
বাড়ির অন্য ছেলে মেয়েদের সাথে খেলা করছিল। সে সময় সকলের অজান্তে সে
অসাবধানতার কারণে পুকুরে পড়ে তলিয়ে যায়। এরপর বাড়ির লোকজন তাকে না পেয়ে
বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে তাকে বাড়ীর পাশে পুকুরের
পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
এ সময় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।