দুর্গাপুর প্রতিনিধি : ৩রা নভেম্বর জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার পৌর যুবলীগের আয়োজনে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমানের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান শমসের আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, আওয়ামী লীগ
নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল হক টুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাকিউল আলম লিটন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক উপজেলা সভাপতি আব্দুল লতিফ মৃধা, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও দিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।