নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগর ডিবি পুলিশের একটি দল তাদের নগরীর রাজপাড়া থানাধীন হড়গ্রাম নিউমার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মুকুল হোসেন (৫২), একই থানার গোবিন্দুর পশ্চিমপাড়া গ্রামের বাবলুর ছেলে
রাকিব হোসেন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহাদত হোসেন (৩০)। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজপাড়া থানাধীন হড়গ্রাম নিউমার্কেটের সামনে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী রাকিব হোসেন , মুকুল হোসেন ও শাহাদত হোসেনকে আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর