নাটোর প্রতিনিধিঃ দেশব্যাপী অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষার অংশ হিসাবে নাটোরের শান্তিপূর্নভাবে শুরু হল মোট ৪৪টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা সাধারন ১৯হাজার ১৮৯ জন, ১৩টি কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩হাজার ৫৬৭ জন এবং মোট সাতটি কেন্দ্রের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ৩৩২ জন।
এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা গ্রহণ নিরাপদ করতে ইতিমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সকল কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে, পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে আসন গ্রহণ, জেলার ৪৪টি পরীক্ষা কেন্দ্রের অবস্থা পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম ও ভিজিলেন্স টিম কাজ করবে। সচিব ছাড়া অন্য সকলের মোবাইল ফোন ব্যবহারে নিষেধা আরোপ, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পাশ্ববর্ত্তী সকল ফটোকপি মেশিনের দোকান বন্ধের ব্যবস্থাসহ ট্রেজারী ও থানাতে সংরক্ষিত প্রশ্নপত্র গ্রহণ, পরিবহন ও প্রশ্নপত্রের প্যাকেট খোলার ক্ষেত্রে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ