নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ককটেল ও শুটার গানসহ জহুরুল হাসান (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক অস্ত্র ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর সাধুরমোড় এলাকার মৃত মুর্তজার ছেলে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর পূর্ব মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুটি ককটেলসহ অস্ত্র ব্যবসায়ী জহুরুলকে আটক করে।
এস/আর