তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে স্বামী থাকা সত্ত্বেও এক মহিলা কাউন্সিলর এর শাশুড়ি দীর্ঘ চার বছর যাবৎ বিধবা ভাতা সুবিধা গ্রহণ করছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুন্ডুমালা পৌরসভার চিনাশো গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌরসভার চিনাশো গ্রামের আব্দুল মজিদ সর্দারের স্ত্রী ও মহিলা কাউন্সিলর এর শাশুড়ি হারেছা হাবিবি বিবি তার জীবিত স্বামীকে মৃত দেখিয়ে প্রায় চার বছর ধরে বিধবা ভাতার টাকা সুবিধা গ্রহণ করছে।উপজেলা সমাজসেবা অফিসের গাফিলতির কারণে ও তার কাগজ পত্র ভালো যাচাই-বাছাই না করে ভাতার কার্ড তৈরি করেছেন অসাধু কর্মকর্তারা।
ঘটনাটি জানাজানি হলে উপজেলা সমাজসেবা অফিসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর দাবি এরকম কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা দরকার।
বিষয়টি নিয়ে হারেছা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদক এর সঙ্গে কথা বলতে নারাজ।
এনিয়ে মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী সঙ্গে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনূর রহমান বলেন, ওই কার্ড টি জব্দ করা হয়েছে,এ কার্ডের সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘন্টা/নই