1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আরএমপি ডিবির এসি ও ৫ জন এসআইসহ ৩৮ জনের বদলি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০:৫ পূর্বাহ্ন

আরএমপি ডিবির এসি ও ৫ জন এসআইসহ ৩৮ জনের বদলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
আরএমপি লোগো

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে একযোগে সহকারী পুলিশ কমিশনার, ৫ জন সাব-ইন্সপেক্টর, ৬ জন সহকারী সাব-ইন্সপেক্টর ও ২৬ জন কনস্টবলকে আরএমপি’র বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এছাড়াও আরএমপির আরও ৩ জন এসিকে বদলি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে গতিশীল এবং কার্যকরী করে গড়ে তোলার লক্ষে আমূল পরিবর্তন আনা হয়েছে । পরিবর্তনের অংশ হিসেবে আজ পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন, এসি সোনিয়া পারভিনকে ক্রাইম থেকে শাহমখদুম থানা, এসি রাকিবুলকে রাজপাড়া থানা থেকে ডিবিতে, ডিবির এসি হাবিবুরকে এসি কল্যাণ, এসি লজিস্টিক উদয় কুমার সাহাকে রাজপাড়া থানায় পদায়ন করা হয়েছে। ডিবির এসআই মাহবুব হাসানকে বোয়ালিয়া থানা, এসআই মোখলেসুরকে এয়ারপোর্ট থানা, এস আই

আব্দুল মতিনকে বেলপুকুর থানা, এস আই সুভাস চন্দ্রকে কর্ণহার থানা, এস আই মিজানুর রহমানকে দামকুড়া থানায় বদলি করা হয়েছে ও এ এস আই প্রণবন্ত সরকারকে কাটাখালি থানা, এ এস আই আলিমুদ্দিনকে চন্দ্রিমা থানা, এ এস আই রেজাউল করিমকে বেলপুকুর থানা, এ এস আই জাহাঙ্গীরকে দামকুড়া থানা, এ এস আই পলাশকে কর্ণহার থানা ও এ এস আই হান্নাকে কাশিয়াডাঙ্গা থানায় বদলি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য , সোমবার সন্ধ্যা ৬ টায় ডিবির হাজতখানা থেকে শুভ নামের এক আসামি পালিয়ে যায়। ঘটনার পরেই দুইজনকে প্রত্যাহার করা হয়। এরপর এই বদলির আদেশ দেয়া হল। সবমিলিয়ে ৪১ জন বদলি করা হয় এর মধ্যে ডিবির ৩৮ জন রয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST