শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর-ধুনট সড়কের শুভগাছা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ট্রাক-সিএনজি’র সাথে মুখোমুখী সংষর্ঘে ঘটনাস্থলেই সোবাহান মিয়া(৪০) ও অজ্ঞাতনামা মা (২৮) ও শিশু (৪)সহ ৩জন নিহত হয়েছেন। এঘটনায় অপর ৫ জন আহত হয়েছেন।
জানা যায়,বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রয়াদহ গ্রামের গান্দু মন্ডলের ছেলে সোবাহান মিয়া তার স্ত্রী সন্তানসহ অজ্ঞাত মা ও শিশুকন্যাকে নিয়ে সারিয়াকান্দির কড়ইতলা থেকে সিএনজি (সিরাজগঞ্জ খ ১১-০৬৭৬) যোগে শেরপুর শহরে আসার পথে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেরপুর-ধুনট আঞ্চালিক সড়কের শেরপুর উপজেলার শুভগাছা এলাকায় পৌছিলে বিপরীতমুখী একটি মাটি বোঝাই ট্রাক (বগুড়া ট ১১-০৪১২)এর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোবাহান মিয়াসহ অজ্ঞাতনামা মা ও তার শিশু কন্যা ৩জন মারা যায়। এঘটনায় সিএনজি ড্রাইভার রুবেল(৩৫), সিমা খাতুন(৩০),গেদি বেওয়া(৬৫),রুপি(১০),অজ্ঞাত একজন আহত হয়েছে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খবর২৪ঘন্টা/নই