1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে আরো ১১৬ জন কিশোর গ্যাং’র সদস্য আটক, অভিযান অব্যাহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৯:৩ পূর্বাহ্ন

রাজশাহীতে আরো ১১৬ জন কিশোর গ্যাং’র সদস্য আটক, অভিযান অব্যাহত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
ছবি : প্রতিকি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাং এর সদস্যদের দৌরাত্ম্য কমিয়ে আনতে অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। গত ৩ দিন ধরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে আরএমপির ১২টি থানা অভিযান অব্যাহত রেখেছে। এ অভিযানে নতুন করে আরো ১১৬ জনকে আটক করে পুলিশ। আর এর আগে পুলিশ ২ দিনে আরো ৯৮ জনকে আটক করেছিল। সবমিলিয়ে নগর পুলিশ ৩ দিনে ২১২ জন কিশোর গ্যাং এর সদস্যকে

আটক করেছে। এরমধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ২৬ জনের বিরুদ্ধে। বাকিদের থেকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। তবে কারো বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী মহানগরীর পাড়া মহল্লার প্রভাবশালী, মাস্তান বা বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং সদস্যরা। কিশোর গ্যাং এর সদস্যরা

একসাথে মাদক সেবন, পাড়া মহল্লায় নারীদের উত্ত্যক্ত করাসহ ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছে। এসব ক্ষেত্রে অনেক সময় খুন ধর্ষণের মত ঘটনাও ঘটছে। কিশোর গ্যাং এর সদস্য অপরাধ করার পরিকল্পনার অংশ হিসেবে তারা বিভিন্ন গ্রæপ তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করছে এবং পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে পুলিশ কমিশনারের নির্দেশে কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে আরএমপি সর্বাত্মক অভিযান শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল

১২ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১১৬ জন কিশোর গ্যাং এর সদস্যদের আটক করা হয়। আটককৃতদের থানায় নিয়ে এসে যাচাই বাছাই করা হয়। শেষে ১১২ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাচে জিম্মায় দেয়া হয়। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান চলতে থাকবে এবং এ সমস্ত কিশোর গ্যাং এর সদস্যরা অন্য কোন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/কে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST