বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শনিবার (১০অক্টোবর) অনুষ্ঠিত উপ-নির্বাচনে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী এনামুল হক তরফদার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোরগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মোল্লা ৫৫৩ ভোট পেয়েছেন।
তিন জন প্রার্থীর মধ্যে ভ্যান গাড়ি প্রতীকের অপর প্রার্থী আশরাফ আলী শেখ পেয়েছেন মাত্র ৫৫ ভোট। কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল নয় টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন ও গণনা সম্পন্ন হয়েছে। এদিকে ভোট কে কেন্দ্র করে যে কোন অপ্রিতিকর পরিস্থিততি এড়াতে যথেষ্ট আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। ভোটাররা উৎসুক পরিবেশে ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩১৩ জন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও প্রিজাইডিং অফিসার মোহাঃ মুখলেছুর রহমান জানান, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেএন