খবর২৪ঘন্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়াক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উলুচামরী কোনারপাড়া এলাকায় বসতবাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে ৬টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাঁজা কার্তুজ, ৯ রাউন্ড খালি খোসা, ৪ রাউন্ড করে রাইফেলস ও এসএমজির এমিউনেশন, ৪ রাউন্ড রকেট প্যারাসুট প্লেয়ার, ১টি পুলিশ বেল্ট ও ১টি মোবাইল জব্দ করা হয়।
এ সময় উলুচামরী কোনারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে
নুরুল আমিন (৩২), একই এলাকার মৃত হাজী রুহুল আমিনের ছেলে জাফর আলম (৪২), মৃত
মোহাম্মদ শফির ছেলে আনোয়ার হোসেন (২১), রঙ্গিখালী মাদ্রাসাপাড়ার মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে নজির আহমদকে (৫০) আটক করা হয় বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই